মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই। তাই চালের বস্তার গায়ে মিনিকেট লেখা থাকলেই নতুন আইনে কমপক্ষে ৫ লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার (২৪ জুন) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী একথা বলেন।
এ সময় ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থান উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় ৭ কোটি মানুষকে অর্ধাহারে দিন কাটাতে হয়েছে। এখন দেশে মানুষের সংখ্যা ১৭ কোটি পার হয়ে গেলেও খাদ্যর কোনো অভাব নেই। চাল আমদানির প্রয়োজন হয় না। পরে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চাষাবাদ বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।
তিনি আরও বলেন, আগে দেশের পুকুর কুচুরিপানায় ভর্তি হয়ে পড়ে থাকতো। এখন প্রচুর মাছ চাষ করা হয়। মাছ উৎপাদনেও বাংলাদেশ বিশ্বে তৃতীয়। বাংলাদেশের কৃষক যদি পাশে থাকে এবং আমাদের পবিত্র ভূমি যদি আমরা ঠিক রাখি তাহলে এই দেশে দুর্ভিক্ষ হবে না বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
/এএস
Leave a reply