বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সিসিইউ সুবিধাসম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল রোববার (২৩ জুন) তার হৃদ্যন্ত্রে স্থায়ী পেসমেকার (হৃৎস্পন্দন তৈরির যন্ত্র) বসানো হয়। এরপর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রীকে আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কেবিনে স্থানান্তর করা হয়।
গত শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালটির সিসিইউতে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। পরদিন শনিবার সকালে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই বেশ কয়েকবার হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। এরমধ্যে গত অক্টোবরে তার শরীরে অস্ত্রোপচারও করা হয়।
/এমএন
Leave a reply