রোহিতের সামনে অসহায় অস্ট্রেলিয়ার বোলাররা

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ভিরাট কোহলির উইকেট হারায় ভারত। তবে কোহলির ব্যর্থতার দিনে রীতিমতো তান্ডব চালাচ্ছে আরেক ওপেনার রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো করে মাত্র ১৯ বলেই হাফ সেঞ্চুরি পূরণ করেছেন ভারতীয় অধিনায়ক।

সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে শুরুতেই ভিরাট কোহলির উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে নিজের খেলা পাঁচ বলে কোনো রান করতে পারেননি কোহলি। পুরো আসর জুড়ে পুরোপুরি ব্যর্থ ভারতের এই তারকা ব্যাটার।

এরপর রিশাভ পান্তকে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান রোহিত। বলা ভালো, রিশাভ পান্ত একপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোহিতের ব্যাটিংই উপভোগ করছেন শুধু। ইনিংসের ৩য় ওভার করতে আসা মিচেল স্টার্ককে রোহিত এক ওভারে পিটিয়ে ২৯ রান নেন রোহিত। এরপর জশ হ্যাজলউডের ওভারে মাত্র ২ রান এলেও পরের ওভারে প্যাট কামিন্সের প্রথম বলেই ফের ছক্কা; আর তাতেই অনন্য মাইলফলক গড়েন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ২০০ ছক্কার একমাত্র মালিক এখন তিনি।

রোহিত ঝড়ের পর অবশ্য বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। কিন্তু মাঠে ফিরেই আবার ঝড় বইয়ে দেন ভারতীয় ওপেনার। কামিন্সের ওই ওভারে আসে ১৫ রান। সবগুলো রানই রোহিতের। ওই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। মাত্র ১৯ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি, যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফিফটির পরও ঝড় তুলছেন রোহিত। ২৯ বলে ৭৬ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তবে ১৪ বলে ১৫ রান করে ফিরে গেছেন রিশাভ পান্ত। ৮ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।  

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply