আফগানিস্তানকে যে ব্যবধানে হারালে সেমিতে যাবে বাংলাদেশ

|

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচে হারের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জয় পাওয়ায় কাগজে-কলমে টিকে রইলো টাইগারদের সেমির স্বপ্ন। সে জন্য অবশ্য আফগানিস্তানের বিপক্ষে বেশ বড় জয় পেতে হবে সাকিব-তামিমদের।

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে ‘মেন ইন ব্লু’দের কাছে অজিরা হেরেছে ২৪ রানে। ভারত ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি সেমিফাইনালে উঠেছে। ফলে গ্রুপের বাকি তিন দল অর্থাৎ আফগানিস্তান, অস্ট্রেলিয়া বা বাংলাদেশ; সেমিতে যেতে পারে যেকেউই। সবার জন্য এখন সেমির ময়দান উন্মুক্ত।

মঙ্গলবার (২৫ জুন) ভোরের ম্যাচে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ, তখন গ্রুপের তিন দলের পয়েন্ট হবে সমান ২। তখন হিসেবে আসবে নেট রানরেট। রানরেটে যে দল এগিয়ে থাকবে, তারাই ভারতের সঙ্গে উঠবে সেমিতে।

পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী ভারতের বর্তমান নেট রানরেট ‍+২.০১৭। অস্ট্রেলিয়ার নেট রানরেট -০.৩৩১। আফগানিস্তানের রানরেট -০.৬৫০ এবং বাংলাদেশের -২.৪৮৯।

রোহিতদের কাছে হারলেও সেমির স্বপ্ন বেঁচে রয়েছে অস্ট্রেলিয়ার। তাদের জন্য সমীকরণ এমন– বাংলাদেশের কাছে রশিদ খানদের হারতে হবে এবং বাংলাদেশের জয় হতে হবে কম ব্যবধানে।

সেমিফাইনালে যাওয়ার সবচেয়ে ভালো সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের। কোনো দলের মুখাপেক্ষী হতে হবে না তাদের। অঙ্কটা সহজ– বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়! শান্তদের বিপক্ষে জিতলেই ভারতের পাশাপাশি সেমিতে উঠে যাবে জাদরানরা।

তবে নেট রানরেটে সবচেয়ে পিছিয়ে যেহেতু বাংলাদেশ, তাই সেমিতে যেতে হলে তাদের করতে হবে অসাধ্য সাধন। হারাতে হবে দুরন্ত ফর্মে থাকা আফগানদের। শুধু হারালেই চলবে না, শান্তদের জিততে হবে বিশাল ব্যবধানে। ইএসপিএন ক্রিকইনফো বলছে, যদি বাংলাদেশ আগে ব্যাট করে ‘১৬০’ রান করে, তাহলে টাইগারদের জিততে হবে অন্তত ৬২ রানে। তাহলে গ্রুপ ওয়ানের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।

এখানে ‘১৬০’ একটা উদাহরণ। বাংলাদেশ যদি আগে ব্যাট করে ১৪০ করে, তখন জয়ের ব্যবধানের অঙ্কটাও বেড়ে যাবে। যদি ১৮০ করে, তখন হয়তো মার্জিনটা কমে আসবে। অন্যদিকে, রান তাড়া করতে নামলে বাংলাদেশের কী করতে হবে, সেটা নির্ভর করবে আফগানিস্তানের দেয়া লক্ষ্যের ওপর। ম্যাচের পরিস্থিতিই তখন বলবে, কত ওভারের মধ্যে জিততে হবে টাইগারদের।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ১৫০ রান করলে ১২ ওভার ৪ বলের মধ্যে বা ১৩০ রান করলে ১২ ওভার ২ বলের মধ্যে বা ১০০ করলে ১১ ওভার ৫ বলের মধ্যে শান্তরা জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। তবে বাংলাদেশের ম্যাচে বৃষ্টি বাগড়া দিলে বেশ বিপদেই পড়তে হবে টাইগারদের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply