উন্নতির দিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি

|

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

বৃষ্টিপাত বন্ধ থাকায় কমছে হাওর ও নদীর পানি। নদ-নদীর পানি কমে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। গত ১২ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

নদীর পানি কমলেও রয়ে গেছে বানভাসী মানুষের দুর্ভোগ। এখনও তলিয়ে আছে ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুরসহ জেলার অধিকাংশ উপজেলার নিম্নাঞ্চলের সড়ক। এসব এলাকার অনেক বাসিন্দা এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। 

এদিকে, বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আজ মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জে যাওয়ার কথা রয়েছে। দিনব্যাপী জেলার তাহিরপুর, সুনামগঞ্জ সদর এবং জগন্নাথপুর উপজেলা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন তারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply