‘শেখ হাসিনা কারও সাথে জেলাসি করে না, আমি বঙ্গবন্ধুর মেয়ে’

|

‘শেখ হাসিনা কারও সাথে জেলাসি করে না, আমি বঙ্গবন্ধুর মেয়ে, এটাই আমার গর্ব’ একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জুন) গণভবনে তার ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ড. ইউনুস প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনুসের বিরুদ্ধে সরকার লাগতে যায়নি। গ্রামীণ ব্যাংক এইচ এম এরশাদের আমলে হয়েছে। ড. ইউনুস সেখানকার এমডি ছিলেন। বয়স ৬০ বছরের বেশি হওয়ায় তাকে ওই পদ থেকে সরে যেতে বলা হয়েছিল। তিনি সরে যাননি। সেসময় তিনি অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে হেরে গেছেন। তার বিরুদ্ধে মামলাও সরকার করেনি। গ্রামীণফোনের ব্যবসা আমি তাকে দিয়েছিলাম। একটি টাকাও তিনি ব্যাংককে দেন নি। তিনি সব টাকা নিজের করে নিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা বলে দেশ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, তারাই ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। নোবেল প্রাইজ নিয়ে আমার কোনো আকাঙ্খাও নেই। এর জন্য লবিস্ট নিয়োগ করার টাকাও আমার নেই। পুরস্কারের জন্য অনেকে আমার কাছে এসেছে। এটা নিয়ে আমার কোনো আকাঙ্খা নেই। যাদের নোবেল পুরস্কার দেয়া হয়, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে।

সরকারপ্রধান বলেন, শ্রমিকদের মামলায় ড. ইউনুস সাজা পেয়েছেন। তাকে উঠিয়েছিলাম আমি। এতই যদি করেছেন, তবে দেশ দারিদ্রমুক্ত হলো না কেন। আমার সাথে কারও দ্বন্দ্ব নেই।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply