কেনিয়ার পার্লামেন্ট ভবনে আগুন, বেশ কয়েকজন গুলিবিদ্ধ

|

কেনিয়ার পার্লামেন্ট ভবনের এক অংশে আগুন দেয়ার অভিযোগ উঠেছে একদল বিক্ষোভকারীর বিরুদ্ধে। পরে তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার (২৫ জুন) দেশটির রাজধানী নাইরোবিতে ঘটেছে এ ঘটনা। জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কয়েকদিন ধরেই কর বৃদ্ধি সংক্রান্ত নতুন একটি আর্থিক বিলকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হচ্ছে আফ্রিকার দেশটিতে। মঙ্গলবার পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পরই আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে ভবনের একাংশে আগুন দেয় তারা। এমনকি তুলে ফেলা হয় প্রাঙ্গণে থাকা জাতীয় পতাকাও।

বিক্ষোভ দমনে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। ঘটেছে ব্যাপক সহিংসতার ঘটনা। এখন পর্যন্ত অন্তত ৫০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্থানীয় একটি মানবাধিকার সংস্থা বলছে, এ ঘটনায় চার বিক্ষোভকারীকে গুলিবিদ্ধ হতে দেখেছে তারা। সংস্থাটি আরও বলেছে, একজনকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply