উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ ডি’র ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। গ্রুপের অপর ম্যাচে ফ্রান্সকে রুখে দিয়েছে পোল্যান্ড। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এতে রানার্স আপ হয়ে শেষ ষোলোতে উঠেছে ফ্রান্স।
মঙ্গলবার (২৫ জুন) বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত ২-২ গোলের সমতায় থাকে উভয়দল। এরপর নিজেদের তৃতীয় গোল করে অস্ট্রিয়া। ম্যাচের বাকি সময়ে এই গোল পরিশোধ করতে পারেনি ডাচরা। গ্রুপের অপর ম্যাচে সিগনাল ইদুনা পার্কে পেনাল্টিতে গোল পেয়ে এগিয়ে যায় ফ্রান্স। পরে ম্যাচের ৭৯ মিনিটের মাথায় পোল্যান্ডও পেনাল্টি পায়। লেভানডফস্কির পেনাল্টি শটে গোল পেয়ে সমতায় ফেরে পোল্যান্ড। পরে আর গোল করতে না পারায় ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানরা।
নেদারল্যান্ডস-অস্ট্রিয়া ম্যাচের শুরু থেকেই ডাচদের চাপে রাখে অস্ট্রিয়ানরা। ম্যাচের ৬ মিনিটে অস্ট্রিয়ার আক্রমণ রুখতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়ান ডনিয়েল মালেন। ম্যাচের ৪৭ মিনিটে কোডি গাকপোর গোলে সমতায় ফেরে নেদারল্যান্ড। এর ঠিক ১২ মিনিট পর আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। অস্ট্রিয়ার হয়ে গোলটি করেন রোমানো স্মিড। এরপর ৭৫ মিনিটে বক্সের ভেতর থেকে মেম্ফিস ডিপাইয়ের দূর্দান্ত এক গোলে দ্বিতীয়বার সমতা ফেরে ডাচরা। ম্যাচের ৮০ মিনিটে অস্ট্রিয়াকে আবারও এগিয়ে দেন মার্সেল সাবিৎজার। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি ডাচরা। পরাজয় নিয়েই মাঠ ছাড়িতে হয় তাদের।
ফ্রান্সকে-পোল্যান্ড ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল পান ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ৭৯ মিনিটে পাল্টা পেনাল্টি পেয়ে গোল পরিশোধ করে পোল্যান্ড। এরপর আর গোল করতে না পারায় গ্রুপে রানার্সআপ হয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।
এদিকে ‘ডি’ গ্রুপে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়তে থাকা নেদারল্যান্ডসেরও শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে মোট ১২ দলের সাথে তৃতীয় হওয়া সেরা চারটি দলও শেষ ষোলোতে যাবে। সেই হিসেবে ডাচদের সম্ভাবনা এখনও টিকে রয়েছে।
/আরএইচ
Leave a reply