প্রায় ৫ দশক পর আবারও লোকসভায় স্পিকার পদে নির্বাচন দেখলো ভারত। আবারও স্পিকার মনোনীত হয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোটের প্রার্থী ওম বিড়লা।
আজ বুধবার (২৬ জুন) লোকসভা অধিবেশনে ধ্বনিভোটের মাধ্যমে এই পদে নির্বাচিত হন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন বিড়লা।
ক্ষমতাসীনদের দখলে ২৯৩টি আসন থাকায় নিশ্চিতই ছিল ওম বিরলার বিজয়। নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধি। বিড়লার সঙ্গে বিরোধী জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেস নেতা কে সুরেশ।
ভারতে প্রথা অনুযায়ী ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের ছেড়ে দেয়ার কথা থাকলেও সেখানেও প্রার্থী দিয়েছে এনডিএ জোট। ফলে স্পিকার পদে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোট।
স্পিকার পদে ভোটগ্রহণের ঘটনা ভারতের ইতিহাসে বিরল। স্বাধীনতার পর ১৯৫২, ১৯৬৭ ও ১৯৭৬ সালে এই পদের জন্য ভোটাভুটি হয় দেশটির লোকসভায়।
/এএম
Leave a reply