স্টাফ করেসপনডেন্ট,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, জেলার ভূরুঙ্গামারী উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ফুলবাড়ী উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়াম্যান মেহেদি হাসানের পিতা আতাউর রহমান এবং রৌমারী উপজেলার জহুরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ জুন) সকালে আবুল কালাম আজদ (৬০) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাহাপাড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আন্ধাড়ীঝাড় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের বাবা আতাউর রহমান (৬২) নিহত হন। মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার বালারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে। তবে চালক লিমন মিয়া(১৫) পালিয়ে যায়। মোটরসাইকেলের ধাক্কায় পাকা রাস্তার ওপর পরে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে রৌমারী উপজেলায় একটি ভুট্টা বোঝাই অটোভ্যানের নিচে চাপা পড়ে জহুরুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যান চালক ফরমান আলী (৩৯) গুরুতর আহত হন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজারের পূর্ব পার্শে ব্রীজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
/এমএইচআর
Leave a reply