স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষকসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকরা সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা সমর্থকদের উপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিপন ও কল্পনা দুইজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
এ ঘটনায় বাবুল বেপারী (৪৭), ইখতিয়ার বেপারী (২৬), আব্দুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪), আসলাম মোল্লা (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ চলছিলো। এরই জেরে বুধবার রাতে রিপন গ্রুপের উজির আলীর সমর্থকরা কল্পনা গ্রুপের শওকতের সমর্থকদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে কল্পনা গ্রুপের পাঁচজন গুলিবিদ্ধ হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান জানান, গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় স্থানান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, পূর্ব বিরোধের জেরে হামলায় গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
/আরএইচ
Leave a reply