প্রোটিয়াদের দাপুটে বোলিংয়ে ৫৬ রানে অলআউট আফগানরা

|

ছবি: ক্রিকইনফো।

টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার দাপুটে বোলিংয়ের সামনে যেন টিকতেই পারলো না আফগানিস্তান। মাত্র ১১ ওভার ৫ বলে ৫৬ রানে অলআউট হলো আফগানিস্তান। সেক্ষেত্রে ২য় ইনিংসে দক্ষিণ আফ্রিকার লক্ষ্যমাত্রা ৫৭ রান।

এর আগে, টস জিতে ব্যাট করতে নামে আফগানরা। একের পর এক পড়তে থাকে উইকেট। আজমতউল্লাহ ওমরজাই করেছেন ১২ বলে ১০ রান। এছাড়া, ২ সংখ্যার রান করতে পারেননি আউট হওয়া কেউই।

দক্ষিণ আফ্রিকায়ের হয়ে মার্কো জানসেন ও তাবরাইজ শামসি নিয়েছেন ৩টি উইকেট। এ ছাড়াও কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া ২টি এবং কেশভ মহারাজ ও পেয়েছেন ১টি উইকেট।

দুই দলের কেউই উইনিং কম্বিনেশন ভাঙেনি। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান যাদের নিয়ে খেলেছিল, সেই একাদশ নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে নামছে। প্রোটিয়ারাও একাদশে কোনো পরিবর্তন আনেনি।

এদিকে, দক্ষিণ আফ্রিকা এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। গ্রুপ পর্বের পর সুপার এইটেও সব ম্যাচেই জিতেছে তারা। অন্যদিকে গ্রুপ পর্ব ও সুপার এইটে একটি করে ম্যাচে হেরেছে আফগানিস্তান। 

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply