তীব্র গণবিক্ষোভের মুখে কর সংস্কার আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়ার সরকার। বুধবার (২৬ জুন) এ ঘোষণা দেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, কেনিয়ার তরুণদের সঙ্গে কথা বলেছেন তিনি। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন কর বৃদ্ধির পরিকল্পনা বাতিলের। সংস্কার বিলে স্বাক্ষর করবেন না বলেও জানান তিনি। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি প্রেসিডেন্ট রুটোর দ্বিতীয় ভাষণ। এর আগের ভাষণে বিক্ষোভকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি।
সম্প্রতি, ঋণদাতাদের চাপে কর বৃদ্ধির পরিকল্পনা করে কেনিয়া সরকার। এ পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। এরপরও মঙ্গলবার (২৫ জুন) পার্লামেন্টে পাস হয় বিলটি। ক্ষোভে ফেটে পড়ে জনতা। ভাঙচুর, অগ্নিসংযোগ করে পার্লামেন্টে। মোতায়েন করা হয় সেনাবাহিনী। সংঘাতে প্রাণ হারায় ২২ জন।
/এএম
Leave a reply