যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পর প্রধানমন্ত্রীর চীন সফর সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারারই বহিঃপ্রকাশ। চীন সফরের মাধ্যমে দুইদেশের সম্পর্ক আরও জোরালো হবে। তিস্তা প্রকল্পে ভারত সহায়তা করলে তা দুই দেশের জন্যই ভালো হবে। তবে তিস্তা প্রকল্পে চীনও আগ্রহী বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে এখনও ট্রেন চলাচল করছে। তবে আঞ্চলিক যোগাযোগের বিষয়ে চিন্তা করছে সরকার। এ সময় ভারত হয়ে ট্রেন নেপাল ও ভুটানে যাবে বলেও জানান তিনি।
/আরএইচ
Leave a reply