যানজটের বিষয়টি মাথায় রেখে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (২৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান একথা বলেন।
মনিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে রাজধানীতে ৩০টিরও বেশি কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে, সেজন্য রুট ভিত্তিক আলাদাভাবে ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, আগামী ৩০ জুন সিলেট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য, এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৯ জুলাই থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী এই বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
/আরএইচ
Leave a reply