ঢাকার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ স্বাভাবিক

|

ফাইল ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিকল ইঞ্জিন সরিয়ে নেয়ায় পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাষ্টার হানিফ আলী বলেন, বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর এলাকা পাড় হয়। এরপর কিছুদূর এগিয়ে যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরাও বলেন, পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে। এরপর ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হলে সন্ধ্যায় ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল শুরু হয়। পরে এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতিতে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যায়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply