প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে আজ সোমবার সংলাপে বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে ৩৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম এমপিসহ মোট ২৬ জন।
এছাড়াও জোটের শরিকদের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, , জাতীয় ইসলামী মহাজোট ও বিএনএ’র প্রতিনিধিরা। নির্বাচনী সরকার ইস্যুতে নয়- ভোটে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন-এইচ এম এরশাদ।
Leave a reply