কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে ড্র করে ইতোমধ্যেই সমালোচনার মুখে সেলেসাওরা। তবে আজকের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ভিনি-রদ্রিগোরা।
শনিবার (২৯ জুন) লাস ভেগাসে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মকভাবে খেলতে থাকে ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের প্রচেষ্টা আটকে যায় প্যারাগুয়ে রক্ষণে। ম্যাচের ১৫ মিনিটে প্রায় গোল পেতে যাচ্ছিল প্যারাগুয়ে। ডেমিয়ান বোবাদিলার শট মিলিতাওয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে বল যাচ্ছিল ব্রাজিলের পোস্টে। ডানদিকে ঝাপিয়ে পড়ে সেই গোল বাঁচান গোলকিপার অ্যালিসন।
২৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মার্কুইনহসের হেড চলে যায় পোস্টের উপর দিয়ে। ২৯ মিনিটে ডি-বক্সে গণ্ডগোল পাকিয়ে ফেলেন ব্রাজিলিয়ানরা। ছোট্ট জায়গা পেয়ে পোস্টে শট নেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাডিলা। বল চলে যায় অ্যালিসনের হাতে।
ম্যাচের ৩১ মিনিটে গোলের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে ব্রাজিল। ডি-বক্সে প্যারাগুয়ের মিডফিল্ডার অ্যাড্রিয়ান কিউবাস হ্যান্ডবল করলে পেনাল্টি পায় সেলেসাওরা। লুকাস প্যাকুয়েটা পেনাল্টি শট মারেন গোলপোস্টের বাইরে।
তবে প্রথমার্ধের শেষ ১২ মিনিটে যেন মাঠে ঝড় তুলেছিল ভিনি-রদ্রিগোরা। আর এই সময়ের মধ্যেই তিনটি গোল করে সেলেসাওরা। যার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র করেন দুটি গোল এবং অন্য গোলটি করেন সাভিও।
/এমএইচ
Leave a reply