সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: দুলু

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

২০০৮ থেকে ২০২৪ এর প্রতিটা নির্বাচনে ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বিএনপিকে হারিয়ে অবৈধভাবে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তাদের কোনও জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ভোট এবং ভাতের অধিকারের আন্দোলন এখনও বন্ধ হয়নি। বিএনপির আহ্বানে সাড়া দিয়ে গত ৭ জানুয়ারি নির্বাচন জনগন প্রত্যাখ্যান করেছে। এতে বিএনপি বিজয় লাভ করেছে। যতক্ষণ পর্যন্ত জনগনকে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে না দেয়া হবে, যতক্ষণ এই অবৈধ সরকার পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply