আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনার পর তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। তবে কোহলি-প্যাটেলের ব্যাটে সেই ধাক্কা অনেকটাই কাটিয়ে ওঠে মেন ইন ব্লু শিবির। শনিবার (২৯ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের মুখোমুখি হয় মেন ইন ব্লু’রা। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭৫ রান।
ব্যাটিংয়ে নেমে প্রথমে দেখেশুনে ব্যাট করতে থাকে টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা ও ভিরাট কোহলি। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে কেশব মহারাজের জোড়া আঘাতে পরপর ২ উইকেট হারায় তারা। ব্যক্তিগত ৯ রানে রোহিত ও শূন্য রানে পন্ত ফিরে যান প্যাভিলিয়নে। পঞ্চম ওভারে রাবাদার বলে মাত্র ৩ রান করে ক্লাসেনের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন সুরিয়াকুমার।
এরপর ভারতের দায়িত্ব নেন ভিরাট কোহলি ও আক্সার প্যাটেল। ১০ ওভার শেষে ৩৬ রানে কোহলি ও ২৬ রানে ক্রিজে আছেন প্যাটেল।
/এমএইচআর
Leave a reply