আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অর্ধশতকের দেখা পেয়েছেন ভিরাট কোহলি। শনিবার (২৯ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের মুখোমুখি হয় মেন ইন ব্লু’রা। দূরন্ত সূচনার পর অল্প রানে ৩ উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। দায়িত্ব নেন ভিরাট।
পুরো টুর্নামেন্ট জুড়ে হাসেনি ভিরাটের ব্যাট। আসরের ৭ ম্যাচে মাত্র ২ বার দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছিলেন তিনি। তবে সবকিছু যেন মেগা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলেন কিং কোহলি। মাঠে তার প্রতিফলনই দেখা গেল। ইনিংসের ১৭ তম ওভারে অর্ধশতকের দেখা পেলেন এই তারকা ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি কোহলির ৩৯ তম অর্ধশতক। যৌথভাবে পাকিস্তানি ব্যাটার বাবর আজমের সাথে সর্বোচ্চ আন্তর্জাতিক ফিফটির মালিক এখন কোহলিও।
উল্লেখ্য, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ২০১৪ সালের পর এই প্রথম ফাইনালে ভারত। ১১ বছর ধরে আইসিসি ইভেন্টের শিরোপা খরায় ভুগছে টিম ইন্ডিয়া।
/এমএইচআর
Leave a reply