বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ বিষয়ে ৮ অথবা ৯ নভেম্বর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দল ও জোটের সাথে সংলাপের সারসংক্ষেপ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে।
সরকার কোনো চাপ অনুভব করছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংবিধান মেনে সংলাপে যুক্তিসংগত প্রস্তাব আসলে ভেবে দেখবে সরকার।
নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার বিষয়ে কাদের বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব তারা করেন সেটা নিয়েও আলোচনা হবে।
তিনি বলেন, ঐক্যফ্রন্টে ভাঙন চাই না আমরা। যদি চাইতাম তাহলে সংলাপে বসতাম না।
Leave a reply