বরগুনা করেসপনডেন্ট:
বরগুনায় সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সকাল ৬টার দিকে বরগুনা আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটসাইকেল চালক রুবেলও (৩৫) মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে বরিশাল থেকে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সেযোগে সন্তানের মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মা মাকসুদা বেগম। পথমধ্যে বরগুনার আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাকসুদা বেগম (৫৫) ও মোটরসাইকেল চালক রুবেল সিকদার (৩৫) ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
/আরএইচ
Leave a reply