যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়া ও জাপানের সম্পর্ককে ন্যাটোর ‘এশীয় ভার্সন’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে তিন দেশের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। রোববার (৩০ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন-এ প্রকাশ করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র দফতরের বিবৃতি। খবর, রয়টার্স।
এমন পদক্ষেপ অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে বলে দাবি দেশটির। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এমন সামরিক তৎপরতা মেনে নেবে না পিয়ংইয়ং। বৃহস্পতিবার অঞ্চলটির সমুদ্রসীমায় বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। ‘ফ্রিডম এজ’ নামে মহড়ায় অংশ নিয়েছে তিন দেশের অত্যাধুনিক নেভি ডেস্ট্রয়ার ও ফাইটার জেট। যোগ দিয়েছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার থিওডোর রুজভেল্ট। মিসাইল, সাবমেরিন ও বিমান হামলা ঠেকানোর কৌশল ঝালাই করছে তিন দেশের সেনারা।
উল্লেখ্য, সামরিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে ২০২২ সালে দেশ তিনটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছিল। তখনও একই বক্তব্য দিয়েছিল পিয়ংইয়ং। বলেছিল তাদের কর্মকাণ্ড ন্যাটো’র এশীয় একটি রূপরেখাকেই নির্দেশ করছে।
/এমএইচআর
Leave a reply