পাস হলো নতুন অর্থবছরের বাজেট

|

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এবারের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। রোববার (৩০ জুন) জাতীয় সংসদে দেশের ৫৩ তম এই বাজেট পাস হয়।

আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে এই বাজেট কার্যকর হবে। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। এছাড়া, দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিও রয়েছে।

বাজেট অধিবেশনে অংশ নিয়ে সংসদ সদস্যরা কালো টাকা সাদা করার বিধান, সরকারি কর্মচারীদের দুর্নীতির বিষয়ে সমালোচনা করেন। এছাড়া, অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্ব না দেয়ার অভিযোগ করে বিরোধী দল।

প্রসঙ্গত, গত ৬ জুন দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। শেষ হতে যাওয়া অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply