বৈষম্যমূলক পে-স্কেল ও পেনশন স্কেলের প্রতিবাদে আগামীকাল (১ জুলাই) থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। রবিবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে পূর্ণদিবস কর্মবিরতি উপলক্ষে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ।
এতে বন্ধ থাকবে সব ধরণের ক্লাস ও পরীক্ষা। একই দাবিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়েও সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষক সমিতি ফেডারেশন।
বিজ্ঞপ্তিতে বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রতিশ্রুত সুপারগ্রেডে অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলেও জানানো হয়।
এসব দাবিতে সম্প্রতি কর্মবিরতি পালন করছে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে নেয়া হচ্ছিল পরীক্ষা। সোমবার থেকে সেটাও নেয়া হবে না। এমনকি কর্মকর্তারা কর্মবিরতিতে গেলে বন্ধ থাকবে প্রশাসনিক কার্যক্রমও।
/এমএইচআর
Leave a reply