শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সকালে উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক খোকন মাদবরের (৪০) বাড়ি উপজেলার পালেরচর ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মা নদীর বিভিন্ন অংশে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়িতে চলে আসেন খোকন। এরপর রোববার ভোরবেলা তিনি সেই জাল তুলতে নদীতে নামেন। তিনি যখন পদ্মা নদীর পশ্চিম সিডারচর এলাকায় জাল তুলছিলেন হঠাৎ করেই তখন বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয় খোকন। পরে অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, বজ্রপাতে খোকন মাদবর নামের এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
/এমএইচআর
Leave a reply