একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তবে এসব ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
রোববার (২০ জুন) দুপুরে বলাকা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দুঃখ করে বলেন, অব্যবস্থাপনা অনিয়ম আর দায়িত্ব অবহেলায় সাম্প্রতিক কয়েকটি ঘটনায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। মেইনটেনেন্সে অবহেলার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করেছেন বিশেষজ্ঞরা। বিমানের টিকিট নেই কিন্তু বিমানের সিট খালি যাচ্ছে এমন অপবাদ থেকে বের হওয়াটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলেও জানান তিনি।
/এএস
Leave a reply