২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। রোববার (৩০ জুন) সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাসের প্রস্তাব করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বাজেট পাসের অধিবেশনে সংসদ সদস্যের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেশ কিছুক্ষণ খোশ গল্পে মাতেন। অনেকের কুশলাদি জিজ্ঞাসা করেন। এসময় ভিন্ন এক আবহ তৈরি হয় সংসদে।
এদিকে, বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাস হয়েছে বাজেট। নতুন অর্থবছরের শুরুর দিন অর্থাৎ আগামীকাল ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হচ্ছে।
/এমএমএইচ
Leave a reply