হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

|

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহতের ঘটনায় করা মামলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ জুন) দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক কামরুল হাসান তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১৯ মে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। উচ্চ আদালত তাকে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেন। আজ রোববার দুপুরে তাকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাজার এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থক ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অসিকুল ভূঁইয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনার দুদিন পর ১৬ মে রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে গোপালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply