চুয়াডাঙ্গায় কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রতিবেদন, সম্মাননা পেলেন যমুনার জিসান

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

প্রচণ্ড খরা ও জলবায়ু পরিবর্তনের ফলে চুয়াডাঙ্গা অঞ্চলে কৃষির বিরুপ প্রভাব নিয়ে সংবাদ প্রচার করায় যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদকে সম্মননা দেয়া হয়েছে। রোববার (৩০ জুন) চুয়াডাঙ্গার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রিসো’র আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়। তিনি ছাড়া আরও ৫ জন সাংবাদিককে এই সম্মাননা দেয়া হয়েছে।

সম্প্রতি তীব্র খরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশের চরম ঝুঁকিতে কৃষির বিরুপ ক্ষতি নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। প্রতিবেদনে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতি এবং তার সমাধান চিহ্নিত করা হয়। ‍তুলে ধরা হয় কৃষি এবং কৃষকের সমস্যা সম্ভাবনাও। এ সময় তাকে ক্রেস্ট ও প্রাইজবন্ড দিয়ে সম্মাননা জানানো হয়।

এছাড়া কৃষি ক্ষেত্রে সমস্যা উল্লেখ করে প্রতিবেদন করায় সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার সাংবাদিক শাহ আলম সনি (প্রথম আলো), মানিক আকবর (কালের কণ্ঠ), জামান আকতার (বাংলাদেশ প্রতিদিন), কামরুজ্জামান সেলিম (ডিবিসি নিউজ) ও শেখ লিটন (স্থানীয় দৈনিক আকাশ খবর)।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply