Site icon Jamuna Television

আপাতত বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

ফাইল ছবি।

মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়ালেও আজ থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে এখনই বাড়ছে না মেট্রোরেলের ভাড়া।

সোমবার (১ জুলাই) সকালে আগারগাওঁ মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা গেছে, আগের ভাড়ায় যাতায়াত করছেন যাত্রীরা। জানা গেছে, ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাঠানো চিঠির জবাব আসেনি এনবিআর থেকে।

ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। মেট্রোরেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর। যদিও প্রযুক্তিগত বেশকিছু সমস্যার কারণ দেখিয়ে এখনই ভাড়া না বাড়ানোর জন্য আবেদন করেছে ডিএমটিসিএল।

/এএস

Exit mobile version