হাইভোল্টেজ ম্যাচে আজ বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স

|

ইউরো চ্যাম্পিয়নশিপে আজ রয়েছে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। শেষ ষোলোয় ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের মুখোমুখি হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। নকআউট পর্বের আরেক ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ওই ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

ফ্রান্সের জন্য এই ম্যাচকে অগ্নিপরীক্ষা বলা যায়, কেননা তাদের সামনে ছন্দময় ফুটবল খেলা বেলজিয়াম। ফরাসি স্কোয়াডে ইনজুরির থাবা না থাকলেও তাদের জন্য দুশ্চিন্তা ফরোয়ার্ডদের অফফর্ম। এই অফফর্মের কারণে শুরুর একাদশ থেকে বাদ পড়ছেন ব্রাডলি বারকোলা। ফিরতে পারেন গ্রিজম্যান ও মার্কাস থুরাম।

ঐতিহ্য ও শক্তিতে এগিয়ে থাকা ফ্রান্স জেতার জন্যই মাঠে নামবে বলে জানিয়েছেন মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। হারলেই বিদায় এমন সমীকরণে বেলজিয়ামের লক্ষ্য আক্রমণাত্মক ফুটবল। তাদের সামনে তারকাখচিত ফ্রান্স। তবে কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুরা এখনও তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। আস্থার প্রতিদান দিতে না পারলেও জেরেমি ডকু থাকছেন শুরুর একাদশেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লুকেবাকিও।

তবে হাল ছেড়ে দিতে নারাজ বেলজিয়াম কোচ দোমেনিকো তেদেসকো। শেষ ষোলোর লড়াইয়ে নিজেদের ওপর আস্থা রেখেই নামার পরামর্শ দিয়েছেন শিষ্যদের।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply