চীনের একটি প্রাইভেট কোম্পানির মালিকানাধীন ‘মহাকাশ রকেট’ পরীক্ষার সময় ভুলে উৎক্ষেপণ করা হয়। এরপর রকেটটি মধ্য চীনের হেনান প্রদেশের পাহাড়ে বিস্ফোরিত হয়েছে। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় দুপুর ৩টা ৪৩ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।রকেটটি বিস্ফোরণের ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় ‘তিয়ানলং-৩’ রকেট পৃথিবীতে ফিরে আসার সময় সেটিতে আগুন ধরে যায়।
‘ঘটনার সময় ‘তিয়ানলং-৩’-র প্রপালশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছিল। লঞ্চপ্যাড থেকে ‘তিয়ানলং-৩’ উঠিয়ে নেয়ার সময়ই কাঠামোগত ব্যর্থতার কারণে রকেটটি প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে যায়, রকেট কোম্পানি স্পেস পাইওনিয়ার একটি বিবৃতিতে জানায়।
এই ঘটনায় কোথাও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে চীনা পুলিশ। এই দুর্ঘটনার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছে কোম্পানিটি।
/এআই
Leave a reply