গণস্বাস্থ্য হাসপাতালে মাত্র ৫ হাজার টাকায় মিলবে স্তন ক্যান্সারের সার্জারি

|

ছবি- সংগৃহীত

গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৫ হাজার টাকায় স্তন ক্যান্সারের সার্জারি করা হবে। স্তন ক্যান্সার সচেতনতা দিবস- ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেয় গণস্বাস্থ্য নগর হাসপাতাল।

সোমবার (১ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের এটিএম হায়দার মিলনায়তনে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আয়োজিত অনুষ্ঠানে দেড়শ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচিতে দরিদ্র রোগীদের জন্য কম খরচে স্তন ক্যান্সারের চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচিতে স্পন্সর ও গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে চিকিৎসা খরচের বড় একটা অংশ বহন করা হবে।

আলোচনা সভায় বক্তারা জানান, এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৫০ জনের স্তন ক্যান্সারের দায়িত্ব নেয়া হচ্ছে। তবে স্পন্সর প্রাপ্যতার ভিত্তিতে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়।

আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, স্তন ক্যান্সারের কারণ জানা না গেলেও যারা সন্তানকে ব্রেস্টফিডিং করান তাদের স্তন ক্যান্সারের শঙ্কা কম। তাই এই বিষয়ে নারীদের সচেতন হওয়ার আহবান জানানো হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply