ধর্ষণ মামলায় ‘টিকটকার’ প্রিন্স মামুনের জামিন

|

লায়লা আখতার ফারহাদের করা ধর্ষণ মামলায় ‘টিকটকার’ আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) জামিন দিয়েছেন আদালত। সোমবার (১ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, গত ৯ জুন বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন লায়লা। পরদিন রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতে পাঠালে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, প্রিন্স মামুন ও লায়লা আখতার টিকটকের আলোচিত নাম। ফেসবুক-ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদনভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মামুন লায়লাকে সঙ্গে করে। এই জুটি নানা সময়ে আলোচনায় থেকেছেন। কখনও ঝগড়া করে, কখনও মামুনের নামে টাকা নেয়ার অভিযোগ তুলে। আবার কখনও মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও। তবে এবার সব ছাপিয়ে লায়লা মামুনের নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply