স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
ভারতের সাথে যে সকল চুক্তি করা হয়েছে তাতে বাংলাদেশের কোনো স্বার্থরক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১ জুলাই) বিকেলে গাজীপুরে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের ৫৪টি নদীর মুখ বন্ধ করে দিয়েছে ভারত। ফারাক্কায় বাদ দিয়ে নদী শুকিয়ে দিয়েছে। আবার তিস্তায় বাধ দিয়ে পানি বন্ধ করে দিয়েছে। সেই সম্পর্কে ক্ষমতাসীনদের কোনো কথা নেই। এ সময় চারদিক থেকে অক্টোপাসের মতো বিদেশী শক্তি দেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ দাসখতের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। জিয়াউর রহমান বাকশাল থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
/আরএইচ
Leave a reply