গাইবান্ধায় বজ্রাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

|

প্রতীকী ছবি।

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে ফরহাদ হোসেন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের মো. জিন্নাহ মিয়ার ছেলে। তিনি ফুলছড়ি সরকারি কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর ফরহাদ হোসেন বাড়ির পাশে পুকুরে হাঁস আনতে যান। এ সময় হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফরহাদ হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দ্রুত তাকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজিফুর জামান বসু মিয়া জানান, বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক। বজ্রপাতের হাত থেকে রক্ষায় সচেতন হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply