নেত্রকোণা করেসপনডেন্ট:
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়েছে নেত্রকোণার সব নদ-নদীর। জেলার উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ৫৭ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় নদ-নদীতে অন্তত ৫৯ সে.মি পানি বৃদ্ধি পেয়েছে। আবারো তলিয়ে গেছে জেলার
নিম্নাঞ্চল।
এদিকে, পানি বেড়ে যাওয়ায় কলমাকান্দা,বারহাট্টা ও নেত্রকোণা সদরের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অবনতি বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড।
/এএস
Leave a reply