গাজার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ১২১ ব্যাটালিয়নের ৪তম ব্রিগেডের মেজর নাদাভ নোলার এক অভিযানে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের কাউন্সিল কার্নেই শোমরনের প্রধান ইয়োনাটান কুজনিটজকে ইসরায়েলি মিডিয়া উদ্ধৃতি দিয়ে জানায়, নোলার কার্নেই শোমরনের একজন সদস্য ছিলেন। স্থানীয় সময় সোমবার রাতে, হামাসের যোদ্ধাদের সাথে লড়াইয়ের সময় নোলার নিহত হন।
ইসরায়েলি মিডিয়া পরে জানিয়েছে যে তাকে মধ্য গাজার নেটজারিম করিডোরে হত্যা করা হয়েছে। সর্বশেষ মেজর নাদাভ নোলারের মৃত্যুতে গত ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭৪ জনে।
/এআই
Leave a reply