গাজার ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বিমান হামলা

|

আবারও গাজার ‘নিরাপদ অঞ্চলে’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের ওই বিমান হামলায় একই পরিবারের ৯ জন সহ মোট ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এছাড়া গাজার খান ইউনিসের শরণার্থী শিবিরগুলোতেও ইসরায়েলের অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে গাজার বাসিন্দাদের সরে যেতে বল প্রয়োগ করছে তেল আবিবের সেনারা।

জাতিসংঘের তথ্যমতে, সম্প্রতি ইসরায়েলের হামলায় কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি খান ইউনিসের শরণার্থী শিবির এবং তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এতে করে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখের কাছাকাছি।

/এআই

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply