সাজা কখনও স্থগিত হয় না: ড. ইউনূস প্রসঙ্গে হাইকোর্ট

|

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসের ৬ মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ সময় রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাজা কখনও স্থগিত হয় না।

বুধবার (৩ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ৫০ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এই মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ড. ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হবেন। সে সময় ফের স্থায়ী জামিন চাইবেন তিনি।

এর আগে, গত ১৬ এপ্রিল এ মামলায় ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এরপর ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয় জামিন। গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply