সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। দুই সপ্তাহ ধরে চলা এ আন্দোলনে বিচ্ছিন্ন সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৯ জন। গতকাল মঙ্গলবারও দেশটির রাজধানী নাইরোবি ও উপকূলীয় শহর মোম্বাসায় তীব্র বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
এ সময় নিত্যপণ্যের চড়ামূল্য আর জীবনযাত্রার উচ্চ ব্যায়ের প্রতিবাদে রাস্তায় নামেন হাজারও নাগরিক। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগও দাবি করেন তারা।
শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে আন্দোলনকারীরা। জবাবে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।
এ সময় আহত হন বেশ কয়েকজন, তাদেরকে হাসপাতালে নেয়া হয়। এর আগে গত মাসে প্রায় সব পণ্যের ওপর কর বৃদ্ধিসংক্রান্ত প্রস্তাব পাস হয় কেনিয়ার পার্লামেন্ট। যা পাস হওয়ার পরপরই বিক্ষোভে নামেন সাধারণ মানুষ।
/এমএইচ
Leave a reply