আগামী সেপ্টেম্বরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আইনের খসড়া তৈরি করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (৩ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এআই-ভিত্তিক জিপিটি প্লাটফর্ম জি-ব্রেইন-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সৃজনশীলতার মাধ্যমে ধীরে ধীরে একটি শক্তিশালী দৈত্য হয়ে উঠছে এআই। এ সময় এআই-কে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করেন তিনি।
পলক বলেন, এআই নিজেই কাজ করতে পারে বলে এতে মারাত্মক ঝুঁকি আছে। তাই একে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। এজন্য সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে সর্বাত্ম গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
/এমএইচ
Leave a reply