প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

|

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমি জার্নাল উন্মোচন এবং গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। চীন সফরে বাংলাদেশের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব সফরের অর্জন নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, সৌদি আরবের বিনিয়োগকারীদের অফশোর ব্যাংকিংসহ আর্থিক খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে অসাধু চক্র ধরার জন্য দুই দেশ মিলে একটি যৌথ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান হাছান মাহমুদ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply