ফরিদপুর করেসপনডন্ট:
ফরিদপুর শহরের স্লুইসগেট এলাকায় গোসল করতে নেমে ফারদিন নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বুধবার (৩ জুলাই) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফারদিন জেলা শহরের কমলাপুর বালুর মাঠ এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার ফারদিন ও ফেরদৌস স্লুইসগেটে গোসল করতে নামে। এ সময় স্লুইসগেটের সবগুলো গেট খোলা ছিল। এতে সেখানে তীব্র স্রোত ছিল। একপর্যায়ে তারা তলিয়ে যেতে থাকলে একজনকে উদ্ধার করা গেলেও ফারদিন নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।
ফরিদপুর ফায়ার স্টেশনের ডুবরি দলের প্রধান মামুন জিহাদী জানান, সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
প্রসঙ্গত, ঈদের পর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে স্লুইসগেট এলাকাটিতে দর্শনার্থীদের ঢল নামতে থাকে। এই স্থান দিয়েই পদ্মা নদী থেকে কুমার নদে পানি প্রবেশ করে। গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে তীব্র স্রোত ছিল।
/আরএইচ
Leave a reply