আর্জেন্টিনাকে রেফারি সুবিধা দিচ্ছে প্রশ্নে যা বললেন স্কালোনি

|

ছবি: সংগৃহীত

২০১৮ সালে অন্তর্বর্তীকালীন হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্কালোনি। পরে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়। এরপর যা কিছু ঘটেছে সবটাই ইতিহাস। আলবিসেলেস্তেদের সম্ভাব্য সব ট্রফিই জিতিয়েছেন এই মাস্টারমাইন্ড। তার হাত ধরেই ৩৬ বছর বিশ্বকাপ জয়ের আক্ষেপ মেটায় আর্জেন্টিনা। এখন আছেন নিজের টানা দ্বিতীয় কোপা আমেরিকার খোঁজে।

দলকে চালিয়ে নিতে গিয়ে অনেক কিছুই কাছ থেকে পরখ করেছেন স্কালোনি। তেমনই একটি রেফারিং। এবারের কোপা আমেরিকায় রেফারিদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন, লিওনেল মেসিকে দ্বিতীয় কোপা জেতাতে সাহায্য করছেন রেফারিরা। এমন কথাকে একদমই উড়িয়ে দিয়েছেন স্কালোনি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার আগে তিনি মনে করিয়ে দিয়েছেন, রেফারিরাও মানুষ।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এখনকার দিনে যে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে যা ইচ্ছে লিখতে পারে। আমি সর্তক থাকবো কারণ তারা কাতারেও একই কথা বলেছে। যখন আপনি জিতবেন, তখন লোকজন বলবে আপনাকে তারা (রেফারিরা) সুবিধা করে দিয়েছে। কারণ তাদের (হেরে যাওয়াদের) কাছে অভিযোগ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি আরও যোগ করে বলেন, আমি জাতীয় দলের কোচ আর আমি এমন কিছু বিশ্বাস করি না। আমরা কেবল নিজেদের দিকেই নজর দিচ্ছি, যে যা ইচ্ছে বলতে পারে। রেফারি ভুল করতে পারে, এমন হয়, তারাও মানুষ। কিছু খেলা তারা ভিএআর দিয়ে রিভিউ করে, খুব ক্লোজ কল থাকে। আমার মনে হয় না তারা আমাদের সুবিধা দিচ্ছে, মানুষের ভুল হয়ই। এসব একদমই ফালতু কথা।

গ্রুপ পর্বের সবগুলোতে জিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই পর্বে তারা মুখোমুখি হবে ইকুয়েডরের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে ডাগ আউটে থাকতে পারেননি স্কালোনি। এ নিয়ে তিনি বলেন, কোচ হিসেবে আপনি চাইবেন খেলোয়াড়দের কাছাকাছি থাকতে। শেষ ম্যাচে যা হয়েছে, একটা অদ্ভূত পরিস্থিতি। আমরা আশা করি এমন আর হবে না। দুর্ভাগ্যবশত এমনটা অনেক কোচের সঙ্গেই হয়েছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply