মানিকগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

|

মানিকগঞ্জ করেসপনডেন্ট:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান ওরফে বিশু নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রধান করা হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইমরান জেলার সিংগাইর উপজেলার চর গোলড়া গ্রামের মো. জামাল মোল্লার ছেলে। নিহত আলিফ জেলা সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের মো. আলীমের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নিহত আলিফ ও ইমরান দুইজন বন্ধু ছিলেন। টাকা ধার নেয়াসহ নানা বিষয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ২০২০ সালে ১৭ ফেব্রুয়ারি আলিফকে ডেকে এনে শ্বাসরোধ করে হত্যা করে ইমরান। এরপর আলামত নষ্ট করার জন্য আলিফের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরদিন পুলিশ অজ্ঞাত হিসাবে আলিফের লাশ উদ্ধার করে। পরে মোবাইল ফোনের সূত্র ধরে মরদেহের পরিচয় শনাক্ত ও আসামি গ্রেফতার করে পুলিশ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply