কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টেক্সাসের হিউস্টন এনআরজি স্টেডিয়ামে আজ (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
চোট কাটিয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে লিওনেল মেসি থাকবেন বলে প্রত্যাশা কোচ স্কালোনির। গ্রুপ পর্বের ৩ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন মেসি-দি মারিয়ারা
সেমিফাইনালে ওঠার লক্ষ্যে শক্তি সামর্থ্যের বিচারে ইকুয়েডর থেকে অনেক এগিয়ে আলবিসেলেস্তরা। কোপা শুরুর আগে প্রীতি ম্যাচে দি মারিয়ার একমাত্র গোলে ইকুয়েডরকে হারায় আর্জেন্টিনা। তাদের বিপক্ষে শেষ ৭ ম্যাচে একটিতেও হারের মুখ দেখেনি স্কালোনির দল।
আর্জেন্টিনা-ইকুয়েডর মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত ৪০ বার। যেখানে আর্জেন্টিনার জয় ২৪ বার, ইকুয়েডর মাত্র ৫ বার, ড্র হয়েছে ১১ বার। কোপা আমেরিকা দু’দলের দেখা হয়েছে ১৬ বার। এতে আর্জেন্টিনাকে একবারের জন্যও হারাতে পারেনি ইকুয়েডর।
/এনকে
Leave a reply