সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

|

গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলি।

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে কাশেম আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৫ জুলাই) ভোররাতে জেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম আলী (৫০) খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডের মৃত. নেছার কাগুজির ছেলে। তিনি গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ৩০ বিঘা মাছের ঘের নিয়ে কাশেম আলী ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আলীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রাতে, নিজ স্ত্রীকে নিয়ে মাছের ঘেরে অবস্থান করছিলেন কাশেম আলী। এ সময় লোকমান ও তার দলের ৭-৮ জন অতর্কিত হামলা চালিয়ে কাশেম আলীকে কুপিয়ে হত্যা করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘের সংক্রান্ত বিরোধকে ঘিরে এ ঘটনা। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply